সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

বাগমারায় বিষ মুক্ত বিটি বেগুনের প্রদর্শনী কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

SONALISOMOY.COM
জানুয়ারি ২২, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার সাদোপাড়া মহল্লায় মঙ্গলবার উন্নত জাতের সবজি বিটি বেগুন চাষে কৃষক প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত প্রদর্শনী মাঠ দিবসে ভবানীগঞ্জ পৌর কমিশনার ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মুস্তাফিজ।

প্রধান অতিথি বলেন, বিষ মুক্ত বিটি বেগুনের উন্নত ও পোকামাকড় রোধ এক জাতের বেগুন যা অল্প খরচে অধিক লাভজনক। এর আগে আমরা যে বগেুন খেয়ে থাকি তাতে অতিরিক্ত পোকামাকড়ের আক্রমন হয়। এতে কৃষক বাধ্য হয়ে কীটনাশক ব্যবহার করে। তবে বিটি জাতের বেগুনে কোন পোকার আক্রমন হয় না। এছাড়া এই বেগুনের ফলনও অধিক আকারেও অনেক বড়। গতকাল বিকেলে সাদোপাড়া মহল্লার জনৈক কৃষক জালাল উদ্দিনের ১ বিঘা জমির বিটি বেগুন চাষে প্রদর্শনী ক্ষেত অনুষ্ঠানে তিনি উপস্থিত কৃষকদের নতুন জাতের বেগুন চাষে উদ্বুদ্ধ করণে এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামসুল ইসলাম, কৃষি উপসহকারী কর্মকর্তা রেজাউল করিম, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা উপসহকারী কৃষিকর্মকর্তা সোহাগ হোসেন।