সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

শেষ হল বিসিক ও প্রিজম প্রকল্পের আয়োজনে বিসিক কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্স

SONALISOMOY.COM
জানুয়ারি ২৪, ২০১৯
news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় শেষ হল বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে বিসিকের কর্মকর্তাদের ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন- প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স’।

৬ দিনব্যাপী এ আবাসিক কোর্স অনুষ্ঠিত হয় উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট, স্কিটি মিলনায়তনে। বিসিকের প্রধান, জেলা, উপজেলা ও আ লিক কার্যালয়ের ২৩ জন প্রশিক্ষক ও কর্মকর্তাকে উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা প্রসারের আন্তর্জাতিক মডিউলে এ প্রশিক্ষণ দেয়া হয়।

এটি মূলত প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স যার মাধ্যমে বিসিকে দক্ষ প্রশিক্ষক পুল তৈরী হবে।

সারাদেশে বিসিক কার্যালয়গুলোতে যারা উদ্যোক্তা উন্নয়ন কোর্সে প্রশিক্ষণ প্রদান এবং উদ্যোক্তাদের সহায়তা করেন, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের তিনজন সিনিয়র এক্সপার্ট আবদুল ওয়াদুদ, কোহিনূর ইয়াসমিন ও খাইরুল বাসার ৬ দিনের এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট, স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, বিসিক, স্কিটি ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

মোট ৪টি ধাপে সারাদেশের প্রায় ১শ বিসিক কর্মকর্তা ও প্রশিক্ষকদের এ প্রশিক্ষণ প্রদান করা হবে।