শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

অনিয়ম ও দূর্নীতি মুক্ত বাগমারা গড়ে তোলা হবে: এমপি এনামুল হক

SONALISOMOY.COM
জানুয়ারি ২৮, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, সকল প্রকার দুর্নীতি উন্নয়নের অন্তরায়। প্রশাসনে দুর্নীতি থাকলে দেশের কোন উন্নয়নই সঠিক ভাবে করা সম্ভব না। দেশকে উন্নত করতে ছোট-বড় যেটাই হোক তা বন্ধ করা জরুরী।

দেশের উন্নয়ন যেহেতু প্রশাসন কেন্দ্রীক তাই সবার আগে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি বন্ধ করতে হবে। অনিয়ম আর দুর্নীতি নিয়ে কোন ভাবেই প্রশাসন চলতে পারে না। সততার সাথে সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত করতে হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলামের সভাপতিত্বে সোমবার সকালে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় এসব কথা বলেন সমন্বয় সভার উপদেষ্টা বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলামের পরিচালনায় মাসিক সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমস্যা, উন্নয়ন, এবং আগামীতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে আজাহারুল হক, আয়েন উদ্দীন, আব্দুল হামিদ ফৌজদার, আলহাজ্ব আব্দুল জব্বার, মনিরুজ্জামান রঞ্জু, মকবুল হোসেন, আসলাম আলী আসকান, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, মাহমুদুর রহমান মিলন, আব্দুল হাকিম প্রামানিক, মকলেছুর রহমান দুলাল, বিজয় সরকার, কামাল হোসেন, আব্দুল মতিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, মহিলা বিষয়ক অফিসার একেএম ওয়াহিদুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা মাহমুদ হাসান, সমাজসেবা অফিসার আব্দুল মমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ারুল কবীর, পরিবার পরিকল্পনা অফিসার সাজেদা খানম, বিদ্যুৎ অফিসের ডিজিএম রেজাউল করিম সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের আগে তৃতীয় বারের মতো বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে ফুলেল শুভেচ্ছা জানান।