শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বাগমারায় গ্রাম পুলিশদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

SONALISOMOY.COM
জুন ২, ২০২১
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় গ্রাম পুলিশদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা। প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করেছেন বাগমারা উপজেলা প্রশাসন।

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য আইন শৃংখলা রক্ষায় কি করণীয় সে ব্যাপারে তাদেরকে অবহিত করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, সহকারী প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলন প্রমুখ।

উপজেলার ১৬ টি ইউনিয়নের গ্রাম পুলিশগণ এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করছেন। চারটি ব্যাচে অনুষ্ঠিত হবে প্রশিক্ষণটি।