শনিবার, ১৬ মার্চ, ২০২৪

বাগমারায় রাখাল চন্দ্র দাশ ও পিতা-মাতার সমাধিতে অনিল কুমারের শ্রদ্ধা

SONALISOMOY.COM
জুন ৬, ২০২১
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি, জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক রাখাল চন্দ্র দাশের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অনিল কুমার সরকার। পরে তার সর্গীয় পিতা তরণী মোহন সরকার ও মাতা প্রভা রানী সরকারের সর্গীয় আত্মার শান্তি কামনা মচমইল মহা শ্মশান ও কালিমাতা মন্দিরে শ্রদ্ধা নিবেদন করেন।

রবিবার বিকেল সাড়ে ৫ টায় দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বাগমারা উপজেলার সৈয়দপুর-মচমইলে অবস্থিত জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি, জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক রাখাল চন্দ্র দাশের সমাধিতে জান এবং তাদেরকে নিয়ে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। এর পরে মচমইল মহাশ্মশানে গিয়ে সর্গীয় পিতার-মাতাকে শ্রদ্ধা জানান। এর আগে মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি অনিল কুমার সরকার বিদ্যালয়ে উপস্থিত হলে বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষাক নাসির উদ্দীন খাঁন সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি, জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক রাখাল চন্দ্র দাশের সমাধি ও মচমইল মহাশ্মশান ও কালিমাতা মন্দিরে শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহম্মেদ, মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুুর রহমান সজল, সদস্য জয়নাল আবেদীন, চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ, আব্দুল হাকিম প্রামানিক, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি এস.এম. এনামুল হক, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী রীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, আউচপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরী, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য অহিদুল ইসলাম, আ’লীগ নেতা আব্দুল মজিদ শেখ, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বোনু, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরুন কুমার হালদার, সাধারণ সম্পাদক উপেন্দ্রনাথ সরকার, মচমইল মহাশ্মশান ও কালিমাতা মন্দিরের সভাপতি হীরেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ প্রামানিক, কোষাধ্যক্ষ অসিত কুমার দাস, শুভডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দীন মোল্লার মৃত্যু জনিত কারনে অভিভাবক শূণ্য হয়ে পড়ে রাজশাহী জেলা আওয়ামী লীগ। সভাপতির মৃত্যু জনিত কারনে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনের গঠনন্ত্রের বিধি মোতাবেক সিনিয়র সহ-সভাপতি থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অনিল কুমার সরকারকে রাজশাহী জেলা আওয়ামী লীগের দায়িত্বভার প্রদান করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক অনিল কুমার সরকারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি (২ জুন) ভারপ্রাপ্ত সভাপতি বরাবরে প্রেরণ করা হয়েছে।