রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

‘উন্নয়নের স্বার্থে প্রশাসন ও জনপ্রতিনিধি সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে’

SONALISOMOY.COM
জানুয়ারি ২৩, ২০২২
news-image

বাগমারা প্রতিনিধি: এগিয়ে চলেছে দেশের সকল উন্নয়ন। প্রত্যন্ত এলাকায় সময় মতো উন্নয়ন নিশ্চিত করতে চাইলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের গুরুত্ব অপরিসীম। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় হীনতা থাকলে গ্রামীণ উন্নয়ন সম্ভব না। জনপ্রতিনিধি হচ্ছে সরাসরি জনগণের সেবা এবং উন্নয়নের সাথে জড়িত।

জনপ্রতিনিধি মূলত প্রশাসনের সহযোগিতা উপর নির্ভর করে। দুএকজন কর্মকর্তার কারনে উন্নয়ন থেমে থাকবে সেটা হতে পারে না। প্রতিটি এলাকার উন্নয়নের সাথে উপজেলার বিভিন্ন দপ্তর জড়িত। সরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের প্রতি এমনই নির্দেশ দিয়েছেন উপজেলা সমন্বয় সভার প্রধান উপদেষ্টা রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। উপজেলায় প্রকৌশলী সানোয়ার হোসেন এর পরিচালনায় মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা এস.এম. মাহাবুবুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. মাহমুদ হাসান, শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, অধ্যক্ষ আজাহারুল হক, আলমগীর সরকার, আনোয়ার হোসেন, মকলেছুর রহমান দুলাল প্রমুখ। উক্ত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মাসিক সভার সদস্য গণ উপস্থিত ছিলেন।