মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ সংকট ছিন্ন করে নিম্ন-মধ্যম আয়ের দেশ, সংসদে প্রধানমন্ত্রী

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ৮, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদক:
দেশীয় ও আন্তর্জাতিক সংকটের জাল ছিন্ন করে বাংলাদেশ বিশ্বের নিম্ন-মধ্যম আয়ের দেশে স্থান করে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সংসদে সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনীতি ও সামাজিক সূচকের অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এবং নিম্ন-আয়ের দেশগুলোকে ছাড়িয়ে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে দারিদ্র্যের হার ২৩ দশমিক ৫ শতাংশ। ২০২০ সালের মধ্যে এই হার ১৮ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশকে দেখেছেন ‘এশিয়ার ইমাজিং টাইগার’ হিসেবে। প্রাইস ওয়াটার হাউস কুপার্সের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ বিশ্বের ২৯তম এবং ২০৫০ সাল নাগাদ ২৩ অর্থনীতির দেশে উন্নীত হবে। বাংলাদেশ এখন উন্নয়নের সর্বজনীন মডেল। দ্রুত সময়ের মধ্যে দারিদ্র্য হ্রাসে বাংলাদেশের সাফল্যকে বিশ্বব্যাংক মডেল হিসেবে বিশ্বব্যাপী উপস্থাপন করছে।

সেলিনা বেগমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, জলাবদ্ধতা, নদীর নাব্যতা হ্রাস, টর্নেডো ও ফসলি জমিতে লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি কারণে মানুষের জীবন ও জীবিকা প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছে। অবস্থানগত কারণে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতেও রয়েছে। উন্নত দেশগুলোর মাত্রাতিরিক্ত শিল্পায়নের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়ে জলবায়ুর পরিবর্তন ঘটেছে। এ জন্য আমরা দায়ী নই। কিন্তু মারাত্মকভাবে দুর্যোগের শিকার হচ্ছি।

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার পর সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিল উত্থাপিত হয়।