মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

বাগমারায় মে দিবসের অনুষ্ঠানে সাংসদ এনামুল হক
আ.লীগ সরকারের সময়ে শ্রমিকের মুজুরির জন্য আন্দোলন করতে হয় না

SONALISOMOY.COM
মে ৩, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি
রাজশাহী-৪(বাগমারা) আসনের সরকার দলীয় সাংসদ মে দিবসের অনুষ্ঠানে শ্রমিকদের লক্ষ করে বলেছেন, মালিক-শ্রমিকদের মধ্যে ব্যবধান কমলে দেশের উন্নয়ন হবে। এজন্য প্রতিটি প্রতিষ্ঠানে শ্রমিকদের সঙ্গে মালিকদের সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক রাখতে হবে। তিনি শ্রমিকদের আন্দোলন ও দাবিকে ন্যায্য উল্লেখ করে বলেছেন, বর্তমান সরকারের সময়ে শ্রমিকেরা শান্তিতে রয়েছে। বিগত সরকারের সময়ে একজন শ্রমিকের একদিনের মুজুরী দিয়ে একদিনের চাল কিনতে পারেন। তবে বর্তমান সরকারের সময়ে একদিনের রোজগারে এক মাসের চাল কিনতে পারেন শ্রমিকেরা। এখন আর মুজুরীর জন্য আন্দোলন করতে হয় না। তিনি গত সোমবার চানপাড়া রাজশাহী জেলা ট্রাক, ট্যাংলরি ও কাভাটভ্যান শ্রমিক ইউনিয়নের ভবানীগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

সংগঠনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সরকার, বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ, উপজেলার সহসভাপতি মতিউর রহমান টুকু। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সারোয়ার আবুল, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান আয়েন উদ্দিন, গণিপুরের সভাপতি হারুণ অর রশিদ, শ্রমিক নেতা কাউন্সিলর আনেহার, কাউন্সিলর হাসেন আলী। শেষে সাংসদ শ্রমিকদের সব ধরণের অন্যায় থেকে দূরে থাকার জন্য শপথ পাঠ করেন।

বিকালে সাংসদ উপজেলার হাটগাঙ্গোপাড়ায় রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছেন। এখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপজেলার সহসভাপতি মউির রহমান টুকু, আফতাব উদ্দিন আবুল, সহ প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, রাজশাহী জেলা পরিষদের সদস্য মাহমুদুর রহমান রেজা, আওয়ামী লীগের শুভডাঙ্গার সভাপতি চেয়ারম্যান আব্দুল হাকিম, মাড়িয়ার সভাপতি চেয়ারম্যান আসলাম আলী আসকান, কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শাহাদত হোসেন সাগর, নরদাশের চেয়ারম্যান মতিউর রহমান মতিন, বড়বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রেজা। এর আগে উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানেও সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক প্রধান অতিথি হিসাবে যোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, সিরাজ উদ্দিন সুরুজ প্রমুখ।